দেশজুড়ে

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল গাছ

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ওপর একটি গাছ ভেঙে পড়েছে। এতে ট্রেনটি পথে আটকে যায়। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেললাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস। লাউয়াছড়ায় পৌঁছালে চলন্ত ট্রেনেটির ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে পথে আটকে যায় ট্রেনটি। পরে রেল বিভাগ ও বন বিভাগের কর্মচারীরা গাছ কেটে রেল যোগাযোগ স্বাভাবিক করেন।

স্থানীয় সাজু আহমদ বলেন, হঠাৎ করে একটি গাছ পারাবত এক্সপ্রেসের লোকোমোটিভের ওপর পড়লে লোকো ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ধরে আটকে থেকে লাইন ক্লিয়ার হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন আটকে ছিল। এসময় ভানুগাছ রেলস্টেশনে চট্টগ্ৰামগামী পাহাড়িকা এক্সপ্রেসও আটকে ছিল। পরে লাইন ক্লিয়ার করে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এসআর/জিকেএস