দেশজুড়ে

ইউপি সদস্যকে হত্যার ঘটনায় ৪৪ জনের নামে মামলা, গ্রেফতার ২

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রবিন্দ্রচন্দ্র দাস (৪৮) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১১ জুন) সকালে নিহতের ছেলে রিকেল চন্দ্র দাস বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলাটি করেন। মামলা নম্বর ৬।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুমন ও আমজাদ নামের দুইজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে সুমন সাবেক ইউপি সদস্য ও আমজাদ স্থানীয় দোকানদার বলে জানা গেছে।

শুক্রবার বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

তিনি বলেন, ‘ঘটনার পর বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে ও শুক্রবার (১১ জুন) ভোরে পৃথকস্থানে অভিযান চালিয়ে আমজাদ ও সুমনকে আটক করা হয়। তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মামলার সকল আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।’

এদিকে নিহত রবীন্দ্রচন্দ্র দাসের মরদেহ ময়নাতদন্ত শেষে দাহ করা হয়েছে।

এরআগে বুধবার (৯ জুন) দিবাগত গভীর রাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের প্রধান সড়কের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ির সামনে ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

এসএমএম/এমএস