দেশজুড়ে

পিরোজপুর অপহরণ-ধর্ষণ মামলায় ২ কিশোর গ্রেফতার

পিরোজপুরের স্বরূপকাঠিতে এক কিশোরীকে ধর্ষণ ও এক কিশোরীকে অপহরণের অভিযোগে পৃথক মামলায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ জুন) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলো- উপজেলার আখলম গ্রামের আলাউদ্দিনের মো. মো. মুহিবুল্লাহ (১৭) এবং জগৎপট্রি গ্রামের আসলামের ছেলে মো. আসিফ (১৬)।

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, ‘পৃথক দুটি মামলায় গ্রেফতার দুই কিশোরকে শনিবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। অপহৃত কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে এবং ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসজে/এমকেএইচ