পটুয়াখালীর দুমকিতে শাশুড়িকে হত্যার অভিযোগে পলাতক জামাই মো. জামাল হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।
রোববার (১৩ জুন) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল হোসেনকে আটক করা হয়েছে। এসময় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে শনিবার (১২ জুন) রাতে ঘুমাতে বললে শাশুড়ি মোমেনা বেগমকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন মো. জামাল হোসেন। স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমকেএইচ