বগুড়ার কাহালুতে যাত্রবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মালবাহী কাভার্ডভ্যান চালক মনিরুজ্জামান মনির (২৫) নিহত হয়েছেন।
রোববার (১৩ জুন) বিকেল ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের নারহট্ট ভেঁপড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির বগুড়া সদর উপজেলার পালসা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
কাহালু থানার এস আই আবু শাহিন কাদির জানান, দুর্ঘটনার পর চালকের লাশ ছাড়া ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় কবলিত বাস ও কার্ভাডভ্যান পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
এএইচ/এমএস