টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও তিন জন।
রোববার (১৩ জুন) বিকেলের উপজেলার বইন্নাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আ. হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৩) এবং গোপালপুর উপজেলার কাঁঠালিয়া গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হেলাল উদ্দিন ।
তিনি জানান, বিকেলে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কের বইন্নাদিঘী এলাকায় ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যান্ আহত হন আরও তিনজন।তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএইচ/এমকেএইচ