দেশজুড়ে

গোসলে ঢুকে বাথরুমেই মারা গেলেন দারোয়ান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোসল করতে গিয়ে বাথরুমে হার্ট অ্যাটাকে এক দারোয়ানের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের স্বপ্ন নিবাস কমপ্লেক্সের নিচতলা থেকে বাথরুমের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মৃত আবুল কালাম (৬৫) উপজেলার চর পার্বতী ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে। বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল কালাম পাঁচতলা ওই ভবনের দারোয়ান হিসেবে কাজ করতেন। সোমবার সকালের দিকে ওই বাসার লোকজন তাদের কাজে কর্মে চলে যান। ধারণ করা হচ্ছে, বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তিনি বাথরুমে গোসল করতে ঢোকেন। বাসার লোকজন দুপুর ২টা থেকে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা দেখতে পান বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশের উপস্থিতিতে বাথরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসআর/এএসএম