দেশজুড়ে

রাজবাড়ী সদরসহ ৩ থানার ওসি রদবদল

রাজবাড়ী সদরসহ ৩ থানার ওসি রদবদল

নিয়মিত বদলির অংশ হিসেবে রাজবাড়ী সদর, পাংশা ও কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদারকে রাজবাড়ীর পুলিশ লাইনের লাইনওয়ারে, পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেনকে রাজবাড়ী সদর থানায়, কালুখালী থানার ওসি মো. মাসুদুর রহমানকে পাংশা থানায় বদলি করা হয়েছে।

এছাড়া কালুখালী থানায় নবাগত ওসি নাজমুল হাসান ও রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে সদর সার্কেল কার্যালয়ে বদলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বদলিকৃতরা স্ব স্ব স্থানে যোগদান করবেন বলেও জানা গেছে।

Advertisement

রুবেলুর রহমান/এসজে/এমকেএইচ