দেশজুড়ে

নাশকতা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু সাঈদ সুইট সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

সিরাজগঞ্জ ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার সুইটের বিরুদ্ধে থানায় সরকারি কাজে বাধাদান, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলার ওয়ারেন্ট ছিল। বুধবার রাতে শহরের ইবি রোডস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

ইউসুফ দেওয়ান রাজু/এমআরআর