দেশজুড়ে

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

রাজবাড়ীর পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুন) দুপুরে পৌর শহরের দক্ষিণ ভবানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার আনোয়ার রহমানের ছেলে ওলিয়ার রহমান (৬৫) ও তার স্ত্রী ফাতেমা রহমান (৫৫)।     রাজবাড়ী সদর হাসপাতা‌লের সি‌নিয়ন স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় দুপু‌রে স্বামী-স্ত্রী দুজন‌কে হাসপাতা‌লে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।

তিনি বলেন, ‘ওলিউর রহমান সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। এসময় তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।’

তিনি আরও বলেন, ‘তাদের চিৎকার শুনে পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসেন। এরপর বিষয়টি দেখতে পেয়ে মেইন সুইচ অফ করে দেন তারা।’

পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

রুবেলুর রহমান/এসএমএম/এএসএম