দেশজুড়ে

রাতে স্ত্রীর মৃত্যু, সকালে স্বামীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুরের চিরিরবন্দরে রাতে এক গৃহবধুর মৃত্যুর পর সকালে স্বামীর আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে।

চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ইছামতি রমেশ পন্ডিত পাড়ায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্থানীয় মন্দিরের পুরোহিত শ্রী শক্তিপদ চক্রবর্তীর (৫৫) স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী মনু (৫০) কিছুদিন ধরে ডায়রিয়ায় ভুগছিলেন। ১৭ জুন দিবাগত রাত ২টার দিকে মনুর মৃত্যু হয়। ১৮ জুন সকালে তার স্বামী শক্তিপদ চক্রবর্তীও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ মনুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, মৃতের নাকে ও মুখে ফেনা ছিল। মরদেহ ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এমদাদুল হক মিলন/এমএইচআর/জিকেএস