দেশজুড়ে

কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইয়াবাসহ সমীর বিশ্বাস (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) গভীর রাতে উপজেলার দিঘলিয়া গ্রামের দত্তবাড়ীর সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সমীর বিশ্বাস কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে।

ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামিনুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এসআই মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করি। পরে তার দেহ তল্লাসী করে ১৭ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মেহেদী হাসান/এএইচ/এমকেএইচ