পদ্মায় ধরা পড়েছে ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাঘাইড়। রোববার (২০ জুন) ভোরে পদ্মা-যমুনার মোহনায় কালীদাস নামে এক জেলের জালে বাঘাইড়টি ধরা পড়ে।
পরে মাছটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে ৫৯ হাজার ১২৫ টাকায় বিক্রি হয়।
স্থানীয়রা জানান, শনিবার রাতে সাগরে জাল ফেলেন পাবনার তীরমনি এলাকার জেলে কালীদাস হালদার। সারারাত জালে কোনো মাছ না ধরলেও ভোরে বড় একটি বাঘাইড় ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. নুরু শেখের সঙ্গে কথা বলে বাঘাইড়টি এক হাজার ২৫০ টাকা কেজি দরে ৫৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী মো. নুরু শেখ বলেন, কালীদাস হালদার মাছটি নিয়ে ঘাটে এলে দর-দাম করে মাছটি কিনে নিই। পরে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম