দেশজুড়ে

আম পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বাড়ির উঠানে লাগানো গাছে আম পাড়তে উঠেছিলেন কৃষক জাহিদুল ইসলাম (২৬)। তবে আম পাড়া হয়নি, নিচে নেমেছেনও ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে। গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভিখালী গ্রামের এই কৃষকের।

সোমবার (২১ জুন) সকালে উপজেলার ভিখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল কলারোয়া উপজেলার ভিখালী গ্রামের আবু তালেবের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল ১০টার দিকে জাহিদুল ইসলাম তাদের নিজ বাড়িতে লাগানো গাছে আম পাড়তে ওঠেন। ওই আমগাছের পাশ দিয়ে বৈদ্যুতিক তারের লাইন যাওয়ায় আম পাড়ার সময় গাছের একটি ডাল বিদ্যুতের তারে লাগে। এসময় জাহিদুল বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা পান। পরে খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস