দেশজুড়ে

কোম্পানীগঞ্জে ‘ইউএনও’ পরিচয়ে প্রতারণার অভিযোগ

অজ্ঞাত মোবাইল ফোন নম্বর থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে একাধিক মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে কোম্পানীগঞ্জের ইউএনও মো. জিয়াউল হক মীর নিজেই জাগো নিউজকে বিষয়টি জানান।

ইউএনও জানান, আজ (২২ জুন) শারীরিক অসুস্থতার কারণে কার্যালয়ে যাচ্ছেন না। কিন্তু সকাল থেকে ০১৬১০৪৭২৯১১ নম্বর থেকে একটি চক্র ইউএনও পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করছে।

এ বিষয়ে জনগণকে সচেতন রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘ইউএনও কোম্পানীগঞ্জ’ নামে অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসও দেয়া হয়েছে। পাশাপাশি, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ইউএনও জিয়াউল হক।

জানা গেছে, উপজেলার ২ নম্বর চরপার্বতী ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. মোয়াজ্জম হোসেনকে মঙ্গলবার বেলা ১১টায় ইউএনও পরিচয় দিয়ে ফোন করা হয়।

তিনি জাগো নিউজকে বলেন, অফিসে কাজ করার সময় ওই নম্বর থেকে ইউএনও পরিচয় দিয়ে কথা বলতে চায়। কিন্তু প্রতারণার বিষয়টি আঁচ করতে পারায় বিপরীত প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

এ বিষয়ে ইউএনও কার্যালয়ের কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট (সিএ) মো. হাবিব উল্যাহ জাগো নিউজকে জানান, প্রতারক চক্রটি মঙ্গলবার সকাল থেকে একই নম্বর দিয়ে ইউএনও পরিচয়ে অনেককে ফোন করেছে বলে জানা গেছে।

ইকবাল হোসেন মজনু/এসএস/জিকেএস