পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলস্টেশনের কাছ থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চারশ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করে।
গ্রেফতাররা হলেন- বেড়া উপজেলার কাজী শরিফপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে সেলিম মিয়া (৩৯), সাঁথিয়া উপজেলার পাইকরহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে জুলহাস মন্ডল (৩৯), মোতালেব প্রামাণিকের ছেলে গাড়িচালক শফিকুল ইসলাম (৩৮), আমিনপুর থানার আহম্মদপুর গ্রামের মৃত জয়নাল শেখ এর ছেলে আলামিন (২৭)। তারা দামি গাড়িতে চলাফেরা করেন এবং জেলার শীর্ষস্থানীয় মাদক কারবারি।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর পাবনার পরিদর্শক শাহজালাল খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলস্টেশনে অবস্থান নেন তারা। সেখানে পাবনা অভিমুখী একটি নোহা মডেলের মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগ থেকে চারশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়। মাদকবাহী মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর পাবনার পরিদর্শক শাহজালাল খাঁন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক কারবারিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর পাবনার পরিদর্শক শাহজালাল খাঁন জানান, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এসব মাদক পাবনা জেলার বিভিন্ন স্থানে এবং নাটোর জেলায় সরবরাহ করার কথা ছিল। আসামিদের রিমান্ডের জন্য আবেদন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
আমিন ইসলাম/এআরএ/এমএস