নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া শুরু করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার (২৩ জুন) দুপুরে রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যালয়ে এ সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনসহ প্রমুখ।
শিহাব উদ্দিন শাহিন জাগো নিউজকে জানান, করোনা রোগীদের বিনামূল্যে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করবে এ অ্যাম্বুলেন্স সার্ভিস।
তিনি আরও জানান, দরিদ্র করোনা রোগীদের জেলা ছাড়াও ঢাকা বা চট্টগ্রামেও আনা-নেয়া করবে অ্যাম্বুলেন্সটি। এটি সাতদিন ২৪ ঘণ্টা সার্ভিস দিতে প্রস্তুত থাকবে।
ইকবাল হোসেন মজনু/এসএমএম/এএসএম