সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রফেলের কাছে ঘুষ আদায়ের ঘটনায় কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সহকারী রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ তাকে বরখাস্ত করেন।
মঙ্গলবার (২২ জুন) ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রফেল কুষ্টিয়া সদর উপজেলা রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গেলে তার কাছে ঘুষ চাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। পরে ওই আইন কর্মকর্তার ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন ওই কর্মচারী। বিএম রফেল এ ব্যাপারে তার নিজের ফেসবুক পেজে পোস্ট দিলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রফেল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ‘এসেছিলাম কুষ্টিয়া সাব রেজিস্টার অফিসে জমি রেজিস্ট্রি করতে। এসে দেখলাম ঘুষ বাণিজ্য কাকে বলে। করনিক মুকুল ও পিয়ন আক্কাস প্রকাশ্যে ত্রিশ হাজার টাকা ঘুষ চায়। নিজের পরিচয় দেয়ার পরও বলে এটা এখানকার নিয়ম। পরে দশ হাজার টাকা ঘুষ দিয়ে কাজটি শেষ করলাম। দেখার কেউ নাই।’
কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, ‘বিএম আব্দুর রফেল আমার দফতরে এসেছিলেন জমি রেজিস্ট্রি করতে। উনার কাজ দ্রুত করে দিই। তার ভাইয়ের কাছ থেকে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল ঘুষ নিয়েছিল বলে অভিযোগ পাওয়ার পর আমি তাকে টাকা ফেরত দিতে বলেছি। আর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
আল মামুন সাগর/বিএ/এএসএম