দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে ৫ চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে পাঁচজন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৬ হাজার ৫২৫ টাকা ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো র‍্যাব-১১ এর এএসপি সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের নতুনবাজার হাজিবাড়ী রোড এলাকা থেকে তিন জন ও রাত সাড়ে ৮টায় মুক্তিনগর এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন- আল-আমিন (২৭), মিজানুর রহমান মিজান (২৪), সজিব ভুইয়া (২০), রফিকুল ইসলাম (৩০) ও ফুল মিয়া (৩০)।

র‍্যাব জানায়, আটক আল-আমিন, মিজান ও সজিব সিদ্ধিরগঞ্জের নতুন বাজার হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকানের মালিকদের হুমকি দিয়ে দোকান প্রতি দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।

অন্যদিকে আটক রফিকুল ও ফুল মিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের হুমকি দিয়ে পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করতেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সম্রাট তালুকদার।

এস কে শাওন/এমআরআর