দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২০ লাখ টাকার রুপা জব্দ

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে পৌনে ১৫ কেজি (১২৭৩ ভরি) রুপা জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য ২০ লাখ টাকা। এসময় দুজনকে আটক করা হয়।

শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় জেলার দর্শনা থানার হরিবুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দর্শনা থানার নাস্তিপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১) ও নওশাদ আলীর ছেলে জিসান আলী হৃদয় (২০)।

পরে বিকেল সাড়ে ৫টায় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক জুলহাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হরিবুদপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৪ কেজি ৮৫০ গ্রাম রুপা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ১ হাজার ৬৮ টাকা জব্দ করা হয়। জব্দ হওয়া মালামালসহ আটক দুজনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমকেএইচ