দেশজুড়ে

৭ দিনেও খোঁজ মেলেনি পদ্মা সেতু প্রকল্পের নিখোঁজ চীনা প্রকৌশলীর

নিখোঁজের সাত দিনেও পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী ঝাও জিয়াং পিংয়ের (২৫) সন্ধান মেলেনি। সোমবার (২৮ জুন) রাত সাড়ে ৮টা পর্যন্ত নদীতে খুঁজেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.; সিরাজুল কবীর।

এদিকে তাকে খুঁজতে অভিযান অব্যাহত রেখেছে পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তার কাজে নিয়োজিত ৯৯কম্পোজিট বিগ্রেডের অধীনে ২৭আরই ব্যাটালিয়নের রিভার পেট্রোল দল।

মাওয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবীর জাগো নিউজকে জানান, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকে সাত দিন ধরে খোঁজাখুঁজি চলছে। ডুবুরি টিমের মাধ্যমে পানির নিচেও খোঁজ চলছে। এরমধ্যে চাঁদপুর অংশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়ার খবর আসে। সেখানে খোঁজ নিয়ে চীনাদের একটি দল পাঠানো হয়েছিল। তবে উদ্ধার হওয়া নিহত ওই ব্যক্তি নিখোঁজ প্রকৌশলী নন বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, ‘এখনো আমাদের খোঁজ চলছে। নদীর আশপাশের লোকজনকে অনুরোধ করা হয়েছে এ সংক্রান্ত কোনো খবর পেলে তারা যেন আমাদের অবহিত করেন।’

প্রসঙ্গত, লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন জিয়াং। গত মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

জিয়াংয়ের সন্ধান দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম