দেশজুড়ে

মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবক নিহত

ভোলায় পৃথক স্থানে পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ও দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর সুভী গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে মো. মনির হোসেন এবং কুতুবা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট মানিকা গ্রামের মো. দিল মোহাম্মদের ছেলে মো. পারভেজ।

সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএস ভূট্ট তালুকদার জানান, মঙ্গলবার বিকেলের দিকে ওই গ্রামের মনির হোসেন তার গোয়াল ঘরে পানি দেয়ার জন্য পানির মোটর মেরামত করছিলেন। ওই সময় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মঙ্গলবার দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট মানিকা গ্রামে মো. পারভেজ তাদের বাড়ির পাশে বশির আহম্মেদের বাড়ির পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ও বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস