নতুন সদস্যদের বরণ করে নিয়েছে টাঙ্গাইল প্রেস ক্লাব। বুধবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত হয় বরণ অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য কামনাশীষ শেখরসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
উল্লেখ্য, গত ১১ জুন টাঙ্গাইল প্রেস ক্লাবে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ১৪ জন সদস্য হিসেবে অন্তর্ভুক্তের সিদ্ধান্ত হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের বরণ করে নেয়া হয়।
আরিফ উর রহমান টগর/এএইচ