দেশজুড়ে

মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

নওগাঁ সদরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পূর্ণ প্রমাণিক (২০) নামের ওই যুবক বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বলিহার ইউনিয়নের জালালপুর গ্রামে মারা যান।

নিহতের বাবার নাম সুবোদ প্রমানিক। এ ঘটনায় জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। সকালে পূর্ণ প্রামাণিক বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/এসআর/এমকেএইচ