নোয়াখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৯) লাঞ্ছিতের ঘটনায় কলেজের অফিস সহায়ক মো. জাকের হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মো. জাকের হোসেন কলেজের ফিন্যান্স বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১ জুলাই) রাতে নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় দায়িত্বে অবহেলা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মো. জাকের হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইসমাইল হোসেনকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অপর চার সদস্য হলেন, হিসাব বিজ্ঞানের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. ওমর হাফিজ, গণিতের সহযোগী অধ্যাপক মো. ছানা উল্যাহ, অর্থনীতির সহযোগী অধ্যাপক মো. শরীফ হোসেন ও পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. খোরশেদ আলম।
এর আগে গত শনিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে কলেজের স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে (১৯) ব্যবসায় শিক্ষা ভবনে ছাদে নিয়ে মুখে টেপ লাগিয়ে হাত-পা বেঁধে মারধর ও লাঞ্ছিত করেন অপরিচিত দুই তরুণ।
কলেজ বন্ধ থাকলেও অঙ্গীকারনামা জমা দিতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। পরে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এআরএ