দেশজুড়ে

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মাছ শিকার, ট্রলার-নৌকা জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের খালে মাছ শিকারের সময় জালসহ একটি ট্রলার ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবন পশুর নদী সংলগ্ন জোংডা অফিস সংলগ্ন পাসের খাল এলাকা থেকে ট্রলার ও নৌকা জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, সুন্দবনের নদী-খাল এলাকায় ১ জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী জেলেদের বিভিন্ন প্রলোভন দিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বন বিভাগ। এসময় বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও ট্রলার, নৌকা ও জাল রেখে যায়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন, জব্দকৃত ট্রলার ও নৌকা ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদসহ সুন্দরবনের সবধরনের সম্পদ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জেআইএম