মোংলা বন্দরের চ্যানেল থেকে জাহাজের সিগন্যাল বয়া তুলতে গিয়ে ডুবুুরি দলের চার সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) দুপুরে পশুর নদীতে বন্দর চ্যানেলের ৬নং বয়া উঠাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকৎসার জন্য তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডুবুরি দলের সদস্য মনির হোসেন বলেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলে ইনার বার ড্রেজিং প্রকল্পের কাজ চলমান। নদীতে জাহাজের ৬নং সিগন্যাল বয়াটি চ্যানেলের মাঝখানে থাকায় এটিকে উঠানোর জন্য ৯ সদস্যের ডুবুরি দল নিয়োগ করে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই বয়াটি উঠানোর চেষ্টা করেন তারা। এসময় বন্দরের উদ্ধারকারী বি এল বি মালঞ্চ জাহাজে থাকা রশি লাগিয়ে বয়াটি উত্তোলনের চেষ্টাকালে রশি ছিঁড়ে তাদের গায়ে প্রচণ্ড আঘাত লাগে। এতে ডুবুরি দলের ৯ সদস্যের মধ্যে চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহিদ ও বাবুল নামের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মৌসুমী মৌ জানান, চারজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকি দুইজনের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেলে পাঠানো হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বন্দর চেয়ারম্যানের বরাত দিয়ে বলেন, মালঞ্চ জাহাজের রশি ছিঁড়ে কয়েকজনের আহতের খবর পেয়েছি। আহতদের খোঁজখবর নেয়া হচ্ছে।
মো. এরশাদ হোসেন রনি/এসআর/এএসএম