নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অ্যাড. মুজিবুর রহমান নামে নাটোর জজ কোর্টের একজন আইনজীবী নিহত হয়েছেন।
শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় জজ কোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আইনজীবী লালপুর উপজেলার রায়াপুর গ্রামের বেদার উদ্দিনের ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনের প্রধান সড়কে অ্যাড. মুজিবুর রহমানের মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে তিনি সেখানেই পড়ে যান। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও এ সম্পর্কিত কোনো অভিযোগ তিনি পাননি।
রেজাউল করিম রেজা/এআরএ