দেশজুড়ে

মান্দায় গ্রামবাসীর হাতে ডাকাত সদস্য আটক

নওগাঁর মান্দায় ডাকাতি করতে গিয়ে রবি (৪৪) নামে এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় আরও ৬-৮ জন ডাকাত সদস্য পিকআপে পালিয়ে যায় বলে জানান গ্রামবাসী।

শুক্রবার (৩ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার হাজিগোবিন্দপুর দক্ষিণপাড়া (বালিকাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবি রাজশাহীর কাশিয়াডাংগা থানার তৈয়ব আলীর ছেলে।

জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে হাজিগোবিন্দপুর গ্রামের বাসিন্দারা পালা করে গ্রাম পাহারা দেয়া শুরু করেছে। গত ৭-৮ দিন আগে পাশের গ্রাম বলদেপাড়া থেকে দুইটি গরু চুরি হয়ে যায়। এ সময় বাড়ির মালিক চুরির বিষয়টি বুঝতে পেরে বাইরে এসে দেখেন তার গরু ট্রাকে তুলেছে। মালিক বাধা দেয়া চেষ্টা করলে তাকে আঘাত করে গরু নিয়ে পালিয়ে যায়।

তারপর থেকে কোরবানি ঈদকে সামনে রেখে গ্রামে গরু চুরি ঠেকাতে পালা করে গ্রামবাসীরা পাহারা দেয়া শুরু করে।

শুক্রবার গভীর রাতে ডাকাত সদস্যরা একটি পিকআপ ট্রাক নিয়ে হাজিগোবিন্দপুর গ্রামে প্রবেশ করলে পাহারারত গ্রামবাসীরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও রবি নামে এক ডাকাত রাস্তার নিচে বুড়ির বিলে রামদাসহ ঝাঁপ দিলে গ্রামবাসীরা তাকে আটক করে।

খবর পেয়ে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিউর রহমানসহ পুলিশ সদস্যরা সেখানে গেলে গ্রামবাসীরা তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিউর রহমান বলেন, তারা কয়েকজন মিলে চুরি করতে গিয়েছিল। ঘটনাস্থল থেকে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দেয়। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে শনিবার থানায় নিয়মিত আইনে মামলা হয়েছে।

এমএসএম/এমআরএম/এএসএম