দেশজুড়ে

যমুনায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে শখের বসে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ইলেকট্রনিক্স মেকানিক ছিলেন।

শনিবার (৩ জুলাই) দুপুরে শিবালয় উপজেলার তেওতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মনছের মোল্লার ছেলে।

তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, আবু বক্কর সিদ্দিক বিকালে শখ করে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান। এসময় তার হাতের জলের রশি বাঁধা ছিল। নদীতে জাল ফেলার সময় জালে সাথে আবু বক্করও পানিতে পড়ে যায়। তীব্র স্রোতের কবলে পড়ে নদীতে ডুবে যান তিনি। স্থানীয়রা অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আবু বক্কর সিদ্দিক এক কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী ৮ মাসের গর্ভবতী বলে জানাগেছে।

বি এম খোরশেদ/এএইচ/এমকেএইচ