দেশজুড়ে

বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় শ্রমিকদের পিটুনিতে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের মারধরে মামুন বেপারী (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে মেঘনা নদীর চাঁদপুরের উত্তরমতলব সিধারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন গজারিয়ার গুয়াগাছিয়া জামালপুরের মোহাম্মদ আলির ছেলে। তিনি মেঘনা নদীর চিহ্নিত চাঁদাবাজ বলে জানায় নৌ-পুলিশ।

চাঁদপুরের বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দুপুরের মেঘনা নদীতে ট্রলারে করে মামুনসহ চাঁদাবাজরা বাল্কহেডে চাঁদা তুলতে যান। এসময় শ্রমিকদের সঙ্গে তাদের মারামারি হলে মামুন মাথায় আঘাত পান।

পরে সঙ্গে থাকা লোকজন গুরুতর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরমধ্যে বাল্কহেডটি অন্যত্র চলে যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিছ উদ্দিন জানান, নিহতের মরদেহ স্বজনরা গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে ঘটনাটি নদীর যে অংশে ঘটেছে সেটি মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব এলাকায় পড়েছে। তাই এখন গজারিয়া থানা থেকে শুধুমাত্র মরদেহের সুরতহাল করা হবে। মামলা মতলব উত্তর থানায় করা হবে।

আরাফাত রায়হান সাকিব/এসএমএম/এএসএম