আইন-আদালত

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য টিকার ব্যবস্থা করতে বললেন হাইকোর্ট

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য টিকার ব্যবস্থা করতে বললেন হাইকোর্ট

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দিতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Advertisement

রোববার (৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ কথা বলেন।

লেখাপড়ার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের করোনা টিকার ব্যবস্থা করতে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী এসকে জাহাঙ্গীর আলম।

এ সময় আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে।

Advertisement

এসব শিক্ষার্থীর কীভাবে টিকার ব্যবস্থা করা যায় অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলতে বলেন। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলব।

এ সময় আইনজীবী জাহাঙ্গীর আলমকে শিক্ষার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদফতরে একটি আবেদনও করতে বলেন আদালত।

এফএইচ/এমএসএম/এমএস

Advertisement