লালমনিরহাটের আদিতমারীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা থেকে ফুল বাবু (৬৫) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন ব্রাঞ্চ অফিস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের সরকার টারী এলাকার মৃত মফিজ মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার (৪ জুলাই) রাতে ফুল বাবু অফিসের ভিতরে ঘুমিয়ে পড়েন। সকালে ব্যাংকে থাকা ব্রাঞ্চ ম্যানেজার মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক তুহিন তাকে ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর সোহরাবকে অবগত করেন। পরে তিনি খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফুল বাবুর ছেলে লাভলু মিয়া বলেন, আমার বাবার কোনো অসুখ ছিল না। তিনি কিভাবে মারা গেছেন তা জানেন না।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
মো. রবিউল হাসান/আরএইচ/এমকেএইচ