নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র শফির উদ্দিন মন্ডল (৭২) মারা গেছেন। ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাতারভাগ পশ্চিমপাড়া (ডাকাতিয়াভিটা) তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি-ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। শফির উদ্দিন মন্ডল ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। তিনি মেয়র নির্বাচিত হওয়ার মাত্র দুই বছরের কিছু বেশি সময় পর থেকে অসুস্থ হয়ে পড়েন। এরপর দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তিনি দীর্ঘকাল আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার কনিষ্ঠ পুত্র বর্তমান মনিরুজ্জামান মনির বর্তমান নলডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তার এই মৃত্যুতে নাটোর-০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নাটোর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা প্রকাশ করেছন।
রেজাউল করিম রেজা/এমআরএম