ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (৫ জুলাই) মধ্যরাতেই অভিযুক্ত সাত্তার মিয়াকে (৫২) আসামি করে মামলা করেন শিশুটির বাবা। সাত্তার মিয়া জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
মঙ্গলবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।
পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী শিশুটি চকলেট কিনতে একই এলাকার সাত্তার মিয়ার (৫২) দোকানে যায়। পরে সাত্তার চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে মুদিমালের দোকানের পিছনের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটির চিৎকার শুনে এলাকার যুবকরা এগিয়ে এলে সাত্তার মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার কিছু আলামত পাওয়া গেছে। শরীরের স্পর্শকাতর বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত নেয়া হয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় রাতে মামলা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আবুল হাসনাত মো. রাফি/এমএসএম/জেএইচ/এএসএম