দেশজুড়ে

পমেক ছাত্র হোস্টেল টয়লেটের ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে একাকার

পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলের নিচতলা এবং যাতাযাতের পথসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টয়লেটের ময়লা পানিতে মিশে হোস্টেল ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজের একাধিক শিক্ষার্থীরা জানান, গত দুই বছর ধরে বর্ষা মৌসুমে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তবে চলতি বছরের ভোগান্তি চরমে উঠেছে। টয়লেটের পানি নিচতলার রুমগুলোতে প্রবেশ করছে। পাশাপাশি চলাচলের পথ ডুবে থাকায় ইট ফেলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

জানতে চাইলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের হোস্টেলে জলাবদ্ধতা এবং টয়লেটের পানি রুমে প্রবেশ করার বিষয়টি গণপূর্ত বিভাগকে একাধিকবার লিখিত এবং মৌখিকভাবে জানানো হয়েছে। এরপরও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বিষয়টি অসলেই দুঃখজনক।’

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, ‘হাসপাতাল ও মেডিকেল কলেজের নতুন নতুন স্থাপনা নির্মাণ করতে গিয়ে অনেকগুলো জলাশয় ভরাট করা হয়েছে। এতে করে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া মূল ড্রেনটি এখনো নির্মাণ করা যায়নি। ফলে পানি জমে থাকছে। তবে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেয়া হবে।’

এসআর/এমকেএইচ