দেশজুড়ে

এক বছর আগে করোনায় মৃত চিকিৎসককে মেহেরপুর হাসপাতালে পদায়ন

চিকিৎসক এসএম নুরুদ্দীন আবু আল বাকী রুমি মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সন্তান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে গত বছরের ১৭ জুলাই নিজেই করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর প্রায় এক বছর পরে সোমবার (৫ জুলাই) তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে কোভিড ইউনিটের দায়িত্ব পালনের জন্য পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৫ জন চিকিৎসককে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। কোভিড মহামারি পরিস্থিতি মোকাবিলায় মেহেরপুর জেনারেল হাসপাতালে বুধবারের (৭ জুলাই) মধ্যে তারা যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই ১৫ জন চিকিৎসকের মধ্যে চিকিৎসক ডা. রুমির নামও রয়েছে।

এদিকে মৃত চিকিৎসকের পদায়ন নিয়ে সমালোচনা চলছে। প্রায় এক বছর আগে মৃত্যুবরণকারী একজন চিকিৎসক মন্ত্রণালয়ের খাতায় চাকরিতে কর্মরত, এটিকে ‘কাণ্ডজ্ঞানহীন কাণ্ড’ বলে উল্লেখ করেছেন কয়েকজন চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, ‘ডা. এসএম নুরুদ্দীন আবু আল বাকী রুমি গত বছরের ১৭ জুলাই নিজেই করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর প্রায় এক বছর পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে কোভিড ইউনিটের দায়িত্ব পালনের জন্য পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবেন। বাকি নতুন চিকিৎসকদের নিযয়ে আমরা কোভিড মোকাবিলা করে যাব।’

আসিফ ইকবাল/এসআর/এমএস