নোয়াখালী চাটখিলে ফয়সাল কবির (৩৬) নামের এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক ফয়সাল কবিরকে সন্ধ্যায় নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মোসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করেন।
ইউএনও বলেন, দীর্ঘদিন থেকে ভুয়া ডাক্তার ফয়সাল কবির নিজেকে ৩৯তম বিসিএস ক্যাডারের চিকিৎসক অ্যানেসথেসিয়া সার্জন পরিচয় দিয়ে চাটখিল ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কিছু ক্লিনিকে চিকিৎসা দিয়ে আসছিলেন। এজন্য তিনি ওই ব্যাচের বিএমডিসির একটি নম্বরও ব্যবহার করেন।
জানা গেছে, ৩৯তম ব্যাচের ওই নম্বরধারী প্রকৃত চিকিৎসক ফয়সাল কবির পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। তিনি মঙ্গলবার বিষয়টি নোয়াখালী জেলা বিএমএ’র সভাপতি ডা. এম এ নোমানকে অবহিত করেন। পরে চিকিৎসক দাবিদার ফয়সাল কবিরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে এবং প্রকৃত চিকিৎসকের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় যে ফয়সাল কবির একজন ভুয়া চিকিৎসক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এমকেএইচ