নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বিদ্যুৎ কুমার সাহা (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) সকালে চৌমুহনী সরকারি এস এস কলেজ এলাকার লেক টাওয়ারের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিদ্যুৎ কুমার সাহা চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা এলাকার বীরেন্দ্র কুমার সাহার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চৌমুহনী বাজারের ব্যবসায়ী অরুণ চন্দ্র সাহার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কাজ করে আসছিলেন বিদ্যুৎ। কয়েকদিন ধরে টাকা-পয়সার দেনা নিয়ে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৬ জুলাই) রাতেও ভাড়া বাসায় অপর কর্মীদের সঙ্গে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত থেকে ভোরের কোনো এক সময় রুমের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন বিদ্যুৎ। সকালে বাসার লোকজন বিদ্যুতের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
তিনি আরও বলেন, চাঁদপুরে তার গ্রামের বাড়ি থেকে স্ত্রীসহ পরিবারের লোকজন আসছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম