দেশজুড়ে

কিশোরগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুসহ চারজনের মৃত্যু

কিশোরগঞ্জে তিন উপজেলায় পানিতে ডুবে তিন শিশুসহ চারজন মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) জেলার ইটনা, নিকলি ও করিমগঞ্জে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ইটনার বাদলা ইউনিয়নের শিমলা শান্তিপুর গ্রামের ইলয়াস মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (৫), একই এলাকার মুন্নাছ মিয়ার মেয়ে ফারজানা আক্তার (৫), করিমগঞ্জ উপজেলার কলাতুলি পশ্চিমপাড়া গ্রামের মঙ্গল মিয়ার শিশুপুত্র জাহাঙ্গীর।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, বাড়ির পাশে খেলা করার সময় বর্ষার পানিতে ডুবে মারা যায় পাপিয়া আক্তার ও ফারজানা আক্তার নামে পাঁচ বছর বয়েসী দুই শিশু। পরে পথচারিরা তাদের একে-অপরকে জড়িয়ে ধরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত উদ্ধার করেন।

একই দিন করিমগঞ্জ সদরের কলাতলী পশ্চিমপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জাহাঙ্গির নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ উপজেলা হাসাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিকেলে নিকলী উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় পানিতে পড়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে ডুবে মারা যান মো. পারভেজ মিয়া (২৮) নামে এক ব্যক্তি।

পুলিশ জানায়, নিকলী বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে খেলা করার সময় হাওরের পানিতে পড়ে যায় স্থানীয় এক শিশু। তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েন পারভেজ মিয়া। শিশুটিকে বাঁচানো গেলেও পানিতে তলিয়ে যান পারভেজ। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/এএইচ/জিকেএস