জাতীয়

সেজান জুস কারখানায় আগুন, লাফিয়ে ও ধোঁয়ায় আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় ধোঁয়ার কারণে ও লাফিয়ে পড়ে ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

তারা হলেন- নাহিদ (২৩), মঞ্জুরুল ইসলাম (২৫), মহাসীন হোসেন (৩২), আবু বক্কর সিদ্দিক (৪০) আমেনা বেগম (৩২) ও ফাতেমা আক্তার (২৩)।

আহত আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে লাফ দিলে আহত হই। পরে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।’

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে নারীসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুজন মারা যান।

তারা হলেন- সিলেট জেলার যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী ও উপজেলার গোলাকান্দাইল নতুনবাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সাহেদ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

জেডএইচ/জেআইএম/জিকেএস