ফরিদপুরের সালথায় নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করায় হোমিওপ্যাথি চিকিৎসকের এক সহকারীকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সালথা বাজারের হোমিও চিকিৎসক বিজয়ের সহকারী নরেশ নিজেই চেম্বার খুলে রোগী দেখা শুরু করে এবং নামের আগে ডাক্তার নরেশ লিখে প্রতারণা করছিল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে তাকে আটক করার পর শুক্রবার (৯ জুলাই) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুরে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৩৪ জনকে ১০ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেল চারটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অভিযানে এসব জরিমানা ও জব্দের ঘটনা ঘটে।
এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোতোয়ালিতে ৮ জনকে ১ হাজার টাকা, ভাংগায় ১১ জনকে ২৫শ’ টাকা, সালথায় ১ জনকে ৫শ’ টাকা, বােয়ালমারীতে ৭ জনকে ৫৯শ’ টাকা, নগরকান্দায় ৭ জনকে ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ সাতটি ইজিবাইক ও চরভদ্রাসন থানা পুলিশ দুটি ইজিবাইক আটক করেছে।
এনকেবি নয়ন/এমআরএম/এএসএম