জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধিসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
সোমবার (১২ জুলাই) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে আধাঘণ্টা ধরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান।
মানববন্ধনে নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সহ-সভাপতি শাহ্ এমরান মোহাম্মদ সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক আবুল হাসেম, মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অংশ নেন।
মানববন্ধন আয়োজকদের অন্যতম নোয়াখালীর সিনিয়র সাংবাদিক আবু নাছের মঞ্জু। তিনি জাগো নিউজকে বলেন, ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে করা অসত্য মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলক কালো আইনটি বাতিলের দাবি জানাচ্ছি।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম