নাটোরের গুরুদাসপুরে লাল টেপে মোড়ানো ৪টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার মাধ্যমে দূর হলো এলাকাবাসীর আতঙ্ক।
সোমবার সকালে গুরুদাসপুর পৌর এলাকার উত্তর নারিবাড়ি মহল্লার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা ৪টি দেখে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হতে না পেরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। বিকেলে ঢাকা ও রাজশাহী থেকে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা চালিয়ে রাত ৮টার দিকে ওই ৪টি বোমা ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে এবং আলামত নিয়ে যায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, বোমাগুলো স্বল্পমাত্রার লোকাল মেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবেই এটা তৈরি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছিল। বোমা নিষ্ক্রিয় করার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
এর আগে দুপুরের দিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিনিয়র এএসপি (সার্কেল) জামিল আখতার ও ওসি মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
জেডএইচ/