দেশজুড়ে

৩৩ মণের ‘সম্রাট’র দাম ১০ লাখ

‘সম্রাট’র ওজন ৩৩ মণ। লম্বায় সাড়ে ৯ ফুট আর উচ্চতায় ৫ ফুট ৮ ইঞ্চি। বয়স ৩২ মাস। মালিক তার দাম হাঁকছেন দশ লাখ টাকা।

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুরে অবস্থিত মাইশা ডেইরি ফার্মে কোরবানিতে বিক্রির অপেক্ষায় রয়েছে ফ্রিজিয়ান জাতের গরু ‘সম্রাট’।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরু হিসেবে তালিকাভুক্ত হয়েছে এই ৩৩ মণ ওজনের গরুটি। অনলাইনে ক্রেতাদের সুবিধার্থে প্রাণিসম্পদ অধিদফতরের ওয়েবসাইটে এই ষাঁড় গরুটির ছবিসহ নানা তথ্যা প্রকাশ করা হয়েছে। গরুটিকে দেখতে অনেক উৎসুক মানুষ খামারে আসছেন প্রতিদিন।

মাইশা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মাে. রফিকুল ইসলাম সবুজ বলেন, ৩২ মাস আগে তার ডেইরি ফার্মের একটি গাভীর গর্ভে জন্ম হয় এই ষাঁড় বাছুরটির। এরপর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটিকে পালন করে বড় করে তুলেছেন। ষাঁড়টির প্রতিদিন প্রায় ১৬ কেজি খাবারের জন্য খরচ হয় এক হাজার টাকার মতাে। ষাঁড়টি বড় করতে কােনো কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয়নি। মােটাতাজাকরণের কােনো ওষুধ বা খাবারও দেয়া হয়নি।

এবারের কােরবানি ঈদকে সামনে রেখে গরুটিকে প্রস্তুত করেছেন জানিয়ে সবুজ বলেন, চলমান করােনা পরিস্থিতির কারণে গরুর খামারিরা খুব অসুবিধায় আছেন। অনলাইনে গরু বিক্রির কথা বলা হলেও অনেকে এই অনলাইনের বেচাবিক্রি বোঝেন না। সরকার যদি স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে গরু বিক্রির জন্য সীমিত সময়ের জন্যে হলেও হাটের ব্যবস্থা করে দিত, তাহলে তারা উপকৃত হতেন।

এ প্রসঙ্গে ফরিদপুর জেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা নুরুল আহসান বলেন, ৩৩ মণ ওজনের সম্রাটের খবর জেনেছি। ষাঁড় গরুটির ছবিসহ অনলাইনে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

গরুর হাট চালুর ব্যাপারে তিনি বলেন, আগামী ১৪ তারিখ লকডাউনের সময়সীমা শেষ হলে হয়তাে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। খামারিদের সমস্যার বিষয়ে সরকার অবহিত রয়েছে।

এন কে বি নয়ন/এমএইচআর/এমকেএইচ