দেশজুড়ে

ফরিদপুরে যুবলীগ নেতাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে যুবলীগের দুই নেতাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১২ জুলাই) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- চতুল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (২৬), তিন নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ (২৫) ও মো. মাহাবুব শেখ (২৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৫০ পিস ইয়াবা, ৮৮০ গ্রাম গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সিম কার্ডসহ তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ পরিদর্শক (এস আই) সেলিম শেখ বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস