কারও গার্লফ্রেন্ড ব্যাংকার, এটা শুনলেই বেশিরভাগ প্রেমিকের চোখ ছানাবড়া হয়ে যায়! এমনই এক সৌভাগ্যবান বেকার ইমরান। কারণ, তার গার্লফ্রেন্ড অধরা চাকরি করেন ব্যাংকে।
এমন দুটি চরিত্র নিয়ে ঈদের বিশেষ নাটক ‘ব্যাংকার গার্লফ্রেন্ড’ নির্মাণ করেছে দেশের অন্যতম প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি।
মিজানুর রহমানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। ক্যামেরায় ছিলেন কামরুল ইসলাম শুভ।
এতে ইমরানের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান আর অধরা চরিত্রে তানজিন তিশা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
তানজিন তিশা জানান, এই নাটকে তিনি অভিনয় করেছেন বিশেষ একটি চরিত্রে।
নির্মাতা মিজানুর রহমান বলেন, ‘গল্পটি অসাধারণ একটা প্রেমের। বেকার ছেলের প্রেমে হাবুডুবু খায় ব্যাংকার প্রেমিকা। একটা পর্যায়ে তাদের জীবনে নেমে আসে বিষাদের ছায়া। হারিয়ে ফেলেন একে অপরকে। শুরু হয় আরেকটি ভিন্ন গল্প। আমার বিশ্বাস নাটকটি যে কারও প্রেমিক হৃদয়ে নাড়া দেবে।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্যাংকার গার্লফ্রেন্ড’সহ এই ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক।
এলএ/এমকেএইচ