বিনোদন

৪৮ প্রেক্ষাগৃহে সর্বনাশা ইয়াবা (ভিডিও)

শুক্রবার দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত সর্বনাশা ইয়াবা।কাজী হায়াৎ ফিল্মস ও মাল্টিমিডিয়া প্রোডাকসন কোম্পানি লি. এর প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এবারে সিনেমাটির মধুমিতা, সনি, শ্যামলী, পূরবী, আনন্দ, মুক্তি, রাজমনি, পূনম, গুলশান, মনিহারসহ মোট ৪৮টি হলে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ ও প্রসূন আজাদ। এতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, তমা, মেহমুদ, আশরাফ, ইমরুল, হাবিব খান, গুলশান আরা প্রমুখ।এ প্রসঙ্গে অভিনেতা মারুফ বলেন, ‘আমাদের দেশের অনেক কিশোরই মাদক আসক্ত হয়ে নানা রকম অন্যায় কাজ করে থাকে। সিনেমাটিতে বাস্তব ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, সিনেমাটির মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে জনমত তৈরি হবে এবং দর্শকদের ভালো লাগবে।’ছবিটিতে মোট পাঁচটি গান রয়েছে। যৌথভাবে গানগুলোর কথা লিখেছেন আহমেদ সাগীর ও আহমেদ রাজীব। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব।সর্বনাশা ইয়াবা’র শুটিং শুরু হয়েছিল গত বছরের ২৭ ডিসেম্বর। ঢাকা, কক্সবাজার, মহেশখালীসহ দেশের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ন হয়েছে।এর আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা নিয়ে তৈরি হয় রহস্য। প্রথম দফায় ২৬ সেপ্টেম্বর, শুক্রবার ছবিটি শুধু ভালুকার শাপলা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।