দেশজুড়ে

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরি, জরিমানা ৯ হাজার

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরির অপরাধে ৯ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৪ জুলাই) দুপুরে শহরের পুরাতন বাজারে মিষ্টান্ন তৈরির বিভিন্ন কারখানায় এ অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, মাঠাসহ মিষ্টান্ন খাদ্যসামগ্রী তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, চাঁদপুরে খাদ্যের গুনগত মান বজায় রাখতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/এএইচ/জেআইএম