পাবনার বেড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (১৪ জুলাই) যমুনা নদীর উপজেলার কেষ্টপুর গ্রাম অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় কলেজ শিক্ষক সালাউদ্দিন আহমেদ জানান, কেষ্টপুর গ্রামে যমুনার শাখা নদীতে বিকেলে ওই অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নগরবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিন ইসলাম/আরএইচ/এমএস